কম্পিউটার ভিলেজে ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে এইচপি ল্যাপটপ উৎসব। এইচপির স্টুডেন্ট সিরিজের ৩০, এক্সিকিউটিভ সিরিজের ১৪, বাজেট সিরিজের ১৩, প্রিমিয়াম সিরিজের ৭ ও গেমিং সিরিজে ৮টি মডেলের ল্যাপটপে এই প্রমোশন চলবে। প্রমোশন চলাকালে প্রতিষ্ঠানটির ঢাকা ও চট্টগ্রামের ৭টি শাখায় প্রতিটি ল্যাপটপের সঙ্গে মডেল ভেদে গেমিং মাউস, ব্লু-টুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, পেন ড্রাইভ, টি-শার্ট ও কফি মগের মধ্যে একাধিক উপহার সামগ্রী পাওয়া যাবে।
প্রতিটি ল্যাপটপে রয়েছে শূন্য ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধা।
দেশের যেকোনও প্রান্তে বসে প্রতিষ্ঠানটির ই-কমার্স সাইটের (www.village-bd.com)-এর মাধ্যমে এই প্রমোশন থেকে পণ্য কেনা যাবে। ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। এছাড়া স্টক থাকা পর্যন্ত ২০ শতাংশ মূল্য পরিশোধ করে বুকিং দেওয়া যাবে। প্রমোশন ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

Nice.
nice
Nice
Wow
Nic
Nc
Joss
Wow
Osther
😍
Well
Gd
Nice
Hlw
Wow
BBC
Good
Ji
Ow