ফ্রিল্যান্সার দের পেমেন্ট দ্রুত আনতে ব্যাংক এশিয়া এবং মাস্টারকার্ড পেওনিয়ার একত্রে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে। ফলে ‘স্বাধীন’ কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সাররা পেমেন্ট তুলতে পারবে আরো সহজে। ফ্রিল্যান্সিং এর অর্থ লেনদেন এর মাধ্যম হিসেবে পেওনিয়ারের একটি জনপ্রিয় প্লাটফর্ম।
বাংলাদেশের বর্তমান ফ্রিল্যান্সাররা পেওনিয়ারের এর মাধ্যমে ফাইবার, আপওয়ার্ক,ফ্রিল্যান্সার ডট কম এর মত মার্কেটপ্লেস থেকে তাদের আয় করা অর্থ গ্রহন করে। এই সুবিধা পেতে ফ্রিল্যান্সার দের একটি স্বাধীন মাস্টারকার্ড, স্মার্ট ফোনের ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ এবং একটি পেওনিয়ারের একাউন্ট থাকতে হবে
ব্যাংক এশিয়া, মাস্টারকার্ড এবং বেসিসের সহযোগিতায় এই বছরের শুরুতে স্বাধীন মাস্টারকার্ড চালু হয়। এটি বাংলাদেশের ফ্রিল্যান্সার দের জন্য প্রথম বাংলাদেশী পেমেন্ট সিস্টেম। এই সুবিধার মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা তাদের উপার্জিত অর্থ খুব সহজে হাতে পাবে, বাংলাদেশের ফ্রিল্যান্সিং কমিউনিটিকে আরো এগিয়ে নিতে উক্ত সুবিধাটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
ফ্রিল্যান্সাররা ব্যাংক এশিয়া অ্যাপ ব্যাবহার এর মাধ্যমে তাদের পেওনিয়ারের একাউন্ট ও স্বাধীন মাস্টারকার্ড সংযুক্ত করতে পারবে। এর ফলে ব্যাংক এশিয়া অ্যাপ এর মাধ্যমে তাদের পেওনিয়ারের একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবে । ফ্রিল্যান্সাররা তাদের পেওনিয়ারের একাউন্ট থেকে যেকোন সময় স্বাধীন মাস্টারকার্ড এ টাকা পাঠাতে পারবে।
সম্প্রতি এই বিষয়ে আয়জিত একটি অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এছাড়া উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, ব্যাংক এশিয়ার এমডি আরফান আলী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল
abid
Good
Nice.
Nice
Nice vai
Nic
God
Nc
Verry nc
Hmmm
H
Hhm nc
Gd bi
Well
…vlo wrk
Khub valo
Nice
Hi
ওওও
Nice
F9
Hmm😍😍
Ow