যে ৩০টির বেশি বিপজ্জনক অ্যাপ নিষিদ্ধ করল Google! আপনার ফোনে নেই তো? দেখে নিন কী কী এপস সেগুলো ৷ ২০১৯ সালের জানুয়ারিতে নিচের লিস্ট এ দেয়া এপসগুলি গুগল প্লে স্টোরে আপলোড করা হয়৷ এই অ্যাপগুলি মূলত সৌন্দর্য ও সেলফি-র বাজারকে টার্গেট করে তৈরি করা হয়েছিল৷ গুগল-এর সিকিউরিটি সার্ভিস এই অ্যাপগুলিকে চিহ্নিত করেছে৷ তারপরেই সব ডিলিট করে দিয়েছে৷ দেখা গিয়েছে অ্যাপগুলি ৫ লক্ষ বারেরও বেশি ডাউনলোড করা হয়েছে৷ রিপোর্ট অনুযায়ী, ৩৮টি অ্যাপ এখন ব্লক করা হয়েছে৷ সেগুলি প্লে স্টোর থেকে সরিয়েও দেওয়া হয়েছে ৷যেহেতু অ্যাপগুলি ইতিমধ্যেই মোট কয়েক লক্ষ বার ডাউনলোড করা হয়েছে, সে ক্ষেত্রে বিপদের একটু আসঙ্কা থেকেই থাকে ৷ অ্যাপগুলির বেশির ভাগই সেলফি বা বিউটি অ্যাপ৷
কোন কোন অ্যাপ বিপজ্জনক, রইল গুগল-এর দেওয়া তালিকা:
-
- — Yoroko Camera
- — Solu Camera
- — Lite Beauty Camera
- — Beauty Collage Lite — Beauty & Filters Camera
- — Photo Collage & Beauty Camera
- — Beauty Camera Selfie Filter
- — Gaty Beauty Camera
- — Pand Selife Beauty Camera
- — Caoon Photo Editor & Selfie Beauty Camera
- — Benbu Selife Beauty Camera
- — Pinut Selife Beauty Camera & Photo Editor
- — Mood Photo Editor & Selife Beauty Camera
- — Rose Photo Editor & Selfie Beauty Camera
- — Selife Beauty Camera & Photo Editor
- — Fog Selife Beauty Camera
- — First Selife Beauty Camera & Photo Editor
- — Vanu Selife Beauty Camera
- — Sun Pro Beauty Cameraa
- — Funny Sweet Beauty Camera
- — Little Bee Beauty Camera
- — Beauty Camera & Photo Editor Pro
- — Grass Beauty Camera — Ele Beauty Camera
- — Flower Beauty Camera
- — Best Selfie Beauty Camera
- — Orange Camera
- — Sunny Beauty Camera
- — Pro Selfie Beauty Camera
- — Selfie Beauty Camera Pro
- — Elegant Beauty Cam-2019
-
- দেখুন তো লিস্ট এ থাকা কনো এপস আছে নাকি ইনস্টল দেয়া আপনঅর ফোনে ?
- যদি থাকে ইনস্টল দেয়া অবিলম্বে আনইনস্টল করে ফেলুন৷ এগুলিকে বিপজ্জনক হিসেবে ঘষনা দিয়েছে গুগল৷
Gd