যারা পোস্ট টি দেখে অবাক হচ্ছেন তাদের কে বলি কষ্ট করলে সফলতা একদিন আসবেই। তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি। চলুন আজকের পোস্ট সুরু করা জাক
মাত্র ৩ মাসে গুগল থেকে কিভাবে আয় করলাম ১৬ লক্ষ টাকা সে বিষয় টি নিয়েই আজকে আলোচনা করবো। বন্ধুরা অনলাইন ইনকাম এমন একটু প্লাটফর্ম যেখানে আপনি একটু কষ্ট করলেই সফলতা পাবেন। অনলাইন এ হাজারো রকম কাজ আছে। আপনি যেটি বেচে নিবেন না কেন আপনাকে কষ্ট করে কাজ করতে হবে। যেমন আমি আমার অনলাইন ক্যারিয়ার সুরু থেকে আজ পর্যন্ত অনেক গুলো প্লাটফর্ম এ কাজ করেছি । সব জায়গায় সফলতা পেয়েছি এমন কিন্তু না। বর্তমানে আমি Google Adsense & Admob এ কাজ করে যাচ্ছি। এক কথায় বলতে গেলে এই সেক্টরে আমি আমার ক্যারিয়ার টা গুছিয়ে নিতে পেরেছি।
Google Adsense কি? এই বিষয় নিয়ে আমি আগে আলোচনা করেছি । চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া জাক আমার গুগল অ্যাডসেন্স একাউন্ট এর কয়েকটি ছবি।
এই যে ছবি টি আপনারা দেখছেন এটি আমার ব্লগের অ্যাডসেন্স একাউন্ট। অবশ্যই ব্লগ কি তা যেনে থাকবেন। আপনি এখন যেখানে এই পোস্ট টি পড়ছেন এটি কে ব্লগ বলা হয়। হ্যা বন্ধুরা আপনি চাইলে এমন ব্লগ বানিয়েও আয় করতে পারবেন অনলাইন থেকে। এ বিষয়ে আমরা পরে আলোচনা করবো।

হ্যা বন্ধুরা এই বিশাল টাকা টা আমি ৩ মাসে আয় করেছি । কিন্তু এই ৩ টি মাস আশার জন্য আমাকে ৪ টি বছর সময় দিতে হয়েছে অনলাইনে। রাতের রাতের পর রাত জেগে কাজ করেছি। শিখেছি অ্যাপ ডেভলপিং,ওয়েব ডেভেলপিং, ডিজিটাল মারকেটিং। আশা করি আপনাদের ও শেখাতে পারবো। ৪ বছর পরিশ্রম করার পর তৈরি করেছি নিজের কয়েকটি আন্ড্রইড অ্যাপ নিজের কয়েকটি ওয়েব সাইট।
কিন্তু ওয়েবসাইট বা অ্যাপ বানালেই যে ইনকাম হবে এমন কিন্তু না। শিখতে হয়েছে ডিজিটাল মারকেটিং। কারন শুধু অ্যাপ বা ওয়েবসাইট বানালেই আপনি আয় করতে পারবেন না। আপনার অ্যাপ বা ওয়েবসাইট এর যদি ট্রাফিক না থাকে তাহলে আপনি ১ টাকাও আয় করতে পারবেন না। সেই সুত্রে সিখতে হয়েছে ডিজিটাল মারকেটিং। যখন ডিজিটাল মার্কেটিং ভালো ভাবে রপ্ত করেছি তার পর থেকেই আমার অ্যাপ গুলো মানুষ ব্যাবহার করা সুরু করেছে। আমার ওয়েবসাইট এ মানুষ ভিজিট করা সুরু করেছে। এবং গুগল অ্যাডসেন্স এবং অ্যাডমুব এর বিজ্ঞাপন আমার ওয়েবসাইট, অ্যাপ এ প্রদর্শন করানোর মাধ্যমে ইনকাম করতে পেরেছি এই বিশাল অঙ্কের একটি টাকা। সবাই দোয়া করবেন জাতে আগামীতে আরো ভালো কিছু করতে পারি।
গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে কাজ সুরু ক্ষেত্রে কিছু টিপস
- ভালো মানের কন্টেন্ট সম্পূর্ণ সাইট বা অ্যাপ তৈরি করুন
- সব সময় ইউনিক কিছু নিয়ে কাজ করুন
- ৩ কপি করার চেস্টা করবেন না
- সব সময় মানুষ কে সহযোগিতার চেস্টা করুন
- গুগল অ্যাডসেন্স এর নিয়ম মেনে অ্যাপ বা সাইট বানান
- ইলিগাল কোন ধরনের কাজ করার চেস্টা করবেন না
যে কাজ গুলো ভুলেও করবেন না
- কপি করে সাইট অ্যাপ বানাবেন না
- নিজের অ্যাপ এর বিজ্ঞাপন বা সাইট এর বিজ্ঞাপন এ ক্লিক দিবেন না
- শেল্ফ ক্লিক বা গ্রুপ করে বিজ্ঞাপন ক্লিক করবেন না
গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি অবশ্যই আপনার ক্যারিয়ার গড়তে পারবেন। যদি আপনি সঠিক গাইডলাইন মেনে কাজ করেন। পরবর্তী এ ফ্রিল্যান্সিং ২৪ আপনাকে সাহাজ্য করবে গুগল অ্যাডসেন্স থেকে আয় করতে। অবশ্যই আমাদের সাথে থাকবেন।
আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পোস্ট এর মেইল পেতে। আপনার ইমেইল সাবমিট করে আমাদের ব্লগ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Add comment